শরণীয় পথ।

ঈশ্বরের কাছ থেকে সুরক্ষা
ঈশ্বরের কাছ থেকে সুরক্ষা

সামসঙ্গীত  91:16 
মোর অনুগামীলোকক মুই দীর্ঘ জীবন দিম | মুই উমাক রক্ষা করিম |.
 

ক্লান্ত
ক্লান্ত

মথি 11:28 
‘তুমরা যাঁহে ,ক্লান্ত ও লোটে-ভাসে বেরছেন , ওইলা লোক মোর লগত  আইস, মুই তোমাক  বিশ্রাম দিম৷
 

ঈশ্বরের ভালবাসা

যোহন 3:16 
কারণ ঈশ্বর এই জগতটাক এতোই ভালবাসিল য়ে উয়া অর একমাত্র বেটাডাক দেইদিলে, আর যাঁহে অর ওই বেটাডার ওপরত বিশ্বাস করবে, উয়া মারা যাবেনি কিন্তূ অনন্ত  জীবন পাবে।
 

মহিলার আগিন
মহিলার আগিন


যেরেমিয়া 1:5 
প্রভু এরকম কহিছে“তুমহারলাক মুই, তুমহার মারপেটত গঠন করবার আগূ থেকেই জানছূ । তুমহার  জন্মের আগে থেকেই মুই তুমহাক একটা বিশেষ কাজের জন্য বিছে রাখিসনু | মুই তুমারলাক সবজাতির উপর ভাব্বাদী হিসেবে মনোনীত করিসনু।”
 

পাপ থেকে মন ফিরাও ।
পাপ থেকে মন ফিরাও ।

ইসাইয়া 44:22 
তুমার পাপলা বিশাল মেঘের মত ছিল| মুই সেই পাপলা ধুয়ে দিইছু | হাল্কা বাতাসত যেরং মেঘ অদৃশ্য হয়ে যাছে ,অরকম তুমার পাপও চলে গিইছে| তুমাক মুই রক্ষা করিছু, উদ্ধার করিছু, তাতে মোর লগত ফিরে আইস!”
 

বাইবেল

যোহন 1:14 
বাক্য মানুষের রূপ ধারণ করিল আর হামার মধ্যে বসবাস করবা  লাগিল৷ পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তাঁর য়ে মহিমা, সেই মহিমা আমরালা দেখা পাছি৷ সেই বাক্যলা অনুগ্রহ আর সত্যেকরে পরিপূর্ণ ছিল।
 

বাঁটে দেওয়া

তুমার উৎসাহ হামার লগত মূল্যবান

তুমার গল্পলা এই ধরণের ওয়েবসাইট বেনবার তানে সাহায্য করছে।