মোর নাম.....হালেন মারডী. মোর জীবনত যীশুর সাক্ষ্য.. মোর জীবনত মুই কিছুই মানছিনুনি ,কারণ মুই সত্যডাক নিজানছিনু। ছুটতে বড় হুনু, মোর বাফ মোর কিছ ইলার বিষয় শিখায়নি। মুই একদিনা বাগানত পাতা তুরেছিনু আর মোর শেহেলী লার লগত গল্প করছিনু, উমরালায় মোক দুলাল ভাই এর কথা কহিল, যে উয়াঁ নাকি হামার ফুলটলাত যে চা বাগানের অফিস টা ছে ওইঠে অচচে প্রত্যেক শনিবার আর লোকলাক যীশুর বিষয় গল্প শুনাছে। আর মোর শেহেলীলা ওইঠে শুনবা অসছে। এক দিনা মোর মন ডা মানিল নি,মহ চলে গেনু মোর জীবনের প্রথম দিন যীশুর গল্প শুননু। আর এত ভাল লাগিল ,তাতে আসল জিনিস টা বুঝবা পারনু যে যীশুর দারা এই পৃথিবীডা বনাইল গেইছে। এলা মুই প্রত্যেক শনিবার যাছু আর যীশু ছারা মোক ভালই লাগেনা মুই দাদাডাক বহুত ধন্যবাদ জানাছু,অর দারা মুই মোর আসল ভগবানক জানবা পারনু। মুই যীশুক বিশ্বাস কইছু মোর উদ্ধার কর্তা বলে। এলা মুই খুব ভাল ছু, মুই জলত বাপ্তিস্মা লিছু। মুই এলা যীশুর বেটি হইছু। ধন্যবাদ যীশু।