গোপন নীতি
হামার ওয়েবসাইটটার তথ্যলা জগার করে বিশ্লেষণের সরঞ্জামলা
যোগাযোগ ফর্ম
যদি তুমরালা যোগাযোগ ফর্মডার দারা হামার লগত কোন প্রশ্ন বা মন্তব্য পাঠায়েন , তাইলে ফর্ম ঘান থেকে,তুমহার তথ্যলা তুমহাক যে কোন যোগাযোগের বিবরণ সুদাই যতক্ষণ প্রয়োজন হুবে ততক্ষণ জমা করা হুবে যাতে হামার আর তুমহার খবরলা প্রক্রিয়া করবা পারি আর হয়গেলে উত্তর দিতে পারি। তুমহার বেশিরভাগ সম্মতি ছাড়া হামরা এই তথ্যলাক শেয়ার করবা পারমনি।
তুমহার যোগাযোগের বিবরণ সংরক্ষণের তানে তুই যেকোনো সময় হামার সম্মতি প্রত্যাহার করবা পারবেন: ই-মেইলে বা যোগাযোগ ফর্মের মাধ্যমে হামার লগত পাঠাবার একটা অনানুষ্ঠানিক বার্তাই যথেষ্ট।
কুকিস
"কুকিজ" হচে ছোট টেক্সট ফাইল যেডা তুমহার কম্পিউটারত তুমহার ওয়েবসাইট দেখবার তানে ব্যবহার করা ওয়েব ব্রাউজার দ্বারা সংরক্ষণ করা হইচে। কিছু কুকিজ তুমহার পছন্দের যেকোনো বিকল্প অনুসারে ওয়েবসাইটটিক সঠিকভাবে কাজ করতে সক্ষম করছে।
aboutcookies.orgকিছু পৃষ্ঠাত অন্যান্য প্রদানকারীর (যেমন ইউটিউব) এমবেডেড কন্টেন্ট রহিবা পারে, যেইঠে কুকিজও সংরক্ষণ করা যাবার পারে। তুমহার ইচ্ছামতো কুকিজ নিয়ন্ত্রণ অথবা মুছে ফেলবা পারেন - বিস্তারিত জানাবার তানে । aboutcookies.org দেখ। যদি তুমহার কুকিজ ডাউনলোড করিতে অস্বীকার জানান, তাইলে তুমার দেখবার সময় এই এমবেডেড কন্টেন্টের কিছু অংশ বন্ধ করে দিবা পারে।